অশিক্ষক কর্মী স্বর্গীয় ধ্রুবজ্যোতি বিশ্বাস এর স্মরণসভা অনুষ্ঠিত হলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে

#রায়গঞ্জ: রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অশিক্ষক কর্মী ধ্রুবজ্যোতি বিশ্বাস গত ২৯ আগস্ট পরলোক গমন করেন। সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির উদ্যোগে শুক্রবার বিকাল ৪ টায় আয়োজন বিশ্ববিদ্যালয়ের প্রিয়রঞ্জন দাশমুন্সি সভাকক্ষে এক স্বরণসভার আয়োজন করা হয় প্রয়াত সহকর্মীর স্মৃতির উদ্দেশ্যে।

স্মরণসভা উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ডক্টর দুর্লভ সরকার, সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির জেলা সভাপতি তপন নাগ প্রমূখ। এ প্রসঙ্গে তপন নাগ বলেন এরকম একজন সদাহাস্যময় কর্মচঞ্চল সহকর্মীর প্রয়াণে তারা শোকস্তব্ধ। একই সঙ্গে তারা সংগঠনের পক্ষ থেকে প্রয়াত সহকর্মীর একমাত্র পুত্রের কর্মসংস্থানের দাবি জানান।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা