#রায়গঞ্জঃ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে সারা রাজ্যের মত উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকের ৬০ টি বিদ্যালয়ে প্রায় ১৫ হাজার ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের অংশগ্রহণে পোস্টারিং, মানববন্ধন, লিফলেট বিলি, বৃক্ষরোপণ, অঙ্কন প্রতিযোগিতা ও প্রচারের মাধ্যমে জলবায়ু ধর্মঘট কর্মসূচি পালন করা হয়।
বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর ৫ কোটি মানুষ ইতিমধ্যে উদ্বাস্তু হয়েছেন। সমুদ্রের জল তল বৃদ্ধি, খরা, বন্যা, পানীয় জলের সঙ্কট, কৃষি সমস্যা, মহামারী – এ সব কিছুই জলবায়ু পরিবর্তনের কারণে ক্রমশ ভয়াবহ আকার ধারণ করেছে। আগামী ৩০ বছরের মধ্যে আরো ১০০ কোটি মানুষ জলবায়ু পরিবর্তনের কারণে উদ্বাস্তু হতে পারেন বলে আশঙ্কা বিজ্ঞানীদের।
উদ্ধারের একমাত্র উপায় জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ করে সৌর বিদ্যুৎ সহ প্রকৃতি বান্ধব শক্তির ব্যবহার এবং বনভূমি রক্ষা করা। এই উদ্দেশ্যে সচেতনতা প্রচার ও দেশের সরকারকে পরিবেশ রক্ষায় বাধ্য করতে এই জলবায়ু ধর্মঘট কর্মসূচি। জেলা সম্পাদক পার্থ প্রতীম ভদ্র বলেন, সুইডেনের স্কুল ছাত্রী গ্রেটা থুনবার্গের উদ্যোগে শুরু হয়ে এখন পৃথিবীর বহু দেশে পালিত হয় জলবায়ু ধর্মঘট।
এই জলবায়ু ধর্মঘটের মূল দাবি – আন্তর্জাতিক ক্ষেত্রে উষ্ণায়নের জন্য দায়ী ধনী দেশগুলোকে কার্বন নিঃসরণ কমানোর মূল দায়ভার নেওয়া, ভারতের পরিবেশ আইনের পরিবর্তন বন্ধ করা, উন্নয়নের নামে বনাঞ্চল ধ্বংস ও জলাশয় ভরাট বন্ধ করা, দেশে সৌর বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে তাপবিদ্যুৎ নির্ভরতা কমানো, দেউচা পাচামির বিজ্ঞানবিরোধী কয়লা উত্তোলন প্রকল্প বন্ধ করা, উত্তরবঙ্গের ডুয়ার্সের বনভূমি ধ্বংস করে নেওয়া প্রকল্প বন্ধ করা ইত্যাদি।
