চমকপ্রদ মডেল নিয়ে স্বমহিমায় ফিরছে রায়গঞ্জ এনবিএসটিসির বিশ্বকর্মা পুজো

#রায়গঞ্জ: বিশ্বকর্মা পুজো মানেই রায়গঞ্জবাসীর আবেগের জায়গা এনবিএসটিসি বাসস্ট্যান্ডের পুজো। পুজো এলে ছেলে কিংবা বুড়ো সকলের কাছে একটাই প্রশ্ন, ‘এবার কি মডেল হবে বাসস্ট্যান্ডে? ‘ যদিও করোনা কালীন ধাক্কা কিংবা কর্মীসংকট এরকম একাধিক কারণে বিগত বছরগুলিতে জৌলুস হারায় এই ঐতিহ্যবাহী পূজা।

কিন্তু এবছর পুনরায় একাধিক চমকদার মডেল নিয়ে স্বমহিমায় ফিরছে এই পুজো। থাকছে ‘অ এ অজগর আসছে তেড়ে ‘, পুতনা রাক্ষসী বা ঘোস্ট রাইডারের মতো মডেল, যা শিশুদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে বলে দাবি পুজো কমিটির সম্পাদক প্রদীপ্ত ঘোষের।

৯০% অস্থায়ী কর্মী নিয়ে চলা এই সরকারি পরিবহন সংস্থার পুজোর ব্যয়ভার সম্পূর্ণটাই কর্মীরা বহন করে থাকেন বলে জানান তিনি। শত প্রতিকূলতা সত্ত্বেও এবছরের পুজোয় আশা করছেন বিপুল লোকসমাগমেরও।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা