#রায়গঞ্জ: বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগ উঠল খোদ রায়গঞ্জে। রায়গঞ্জের দেবীনগর অঞ্চলের বাসিন্দা শীলা মৈত্র অভিযোগ করেন, তার একমাত্র বিশেষ চাহিদা সম্পন্ন গয়ালাল বয়েস হাই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র সায়ন্তন চক্রবর্তীকে একটি বেসরকারি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করেন প্রবীর সরকার নামে এক ব্যক্তি।
যার ছেলে সায়ন সরকার ওই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের একজন ছাত্র। সামান্য দাঁড়ানোর জায়গা দেওয়াকে কেন্দ্র করে দুই ছাত্রের মধ্যে এই বিবাদের সূত্রপাত। যা শেষ পর্যন্ত পৌঁছায় অভিভাবকদের মধ্যেও। এ বিষয়ে রায়গঞ্জ থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন শিলাদেবী। যদিও এই অভিযোগ সর্বতোভাবে অস্বীকার করেন অভিযুক্ত প্রবীর সরকার।
সেই সঙ্গে তিনি ওই প্রশিক্ষণ কেন্দ্রেই ঘটনাটি মীমাংসা হয়ে যাওয়ার কথাও দাবি করেন। যদিও ওই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রটির কর্ণধার চিন্ময় দাস বিবাদিত ঘটনাটি তার প্রশিক্ষণ কেন্দ্রের বাইরে ঘটেছে বলে দায় এড়িয়েছেন। শিশু বিকাশের সম্পূর্ণ উপযুক্ত পরিবেশ দেওয়া যেখানে প্রতিটি অভিভাবক এবং শিক্ষকদের কর্তব্য হওয়া উচিত। সেখানে এই ধরনের একটি ঘটনা বর্তমান সময়ে অবশ্যই অনভিপ্রেত।
