ফাইলেরিয়া বা গোদ রোগ নিরাময়ে রাত্রিকালীন ব্লাড সার্ভে অনুষ্ঠিত হবে হেমতাবাদে

#হেমতাবাদ: ফাইলেরিয়া বা গোঁদ রোগে আক্রান্তদের চিহ্নিত করতে উদ্যোগ গ্রহণ করল হেমতাবাদ ব্লক স্বাস্থ্য দফতর। সেই অনুযায়ী আগামী ২১ তারিখ ব্লকের নওদা অঞ্চলে রাত্রিকালীন ব্লাড সার্ভে অনুষ্ঠিত হবে। তারই অঙ্গ হিসেবে হেমতাবাদের নওদা গ্রাম পঞ্চায়েতের কার্য্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হল শনিবার।

এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য দফতরের আধিকারিক চিকিৎসক আনসারুল হক, চিকিৎসক আব্দুর রশিদ সহ অন্যান্যরা। মূলতঃ ২১ তারিখের শিবিরকে কেন্দ্র করে এলাকার জনপ্রতিনিধি, চিকিৎসক, স্বাস্থ্য কর্মীদের নিয়ে আলোচনা করা হয় এদিন। বিষয়টি নিয়ে প্রচারাভিযানও করা হবে।

পাশাপাশি হেমতাবাদ ব্লক স্বাস্থ্য আধিকারিক আনসারুল হক বলেন, রাতের দিকেই ফাইলেরিয়া রোগের জীবানু বেশি সক্রিয় থাকে। তাই সেই সময় পরীক্ষা করলে এই রোগে আক্রান্ত মানুষদের সনাক্ত করা সহজ হবে। ঐ দিন রাত সাড়ে ৮ টা থেকে ১২ টা পর্যন্ত চলবে এই কর্মসূচী।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা