বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে অভিনব জুম্বা ক্লাসের সূচনা রায়গঞ্জের উকিলপাড়ায়

#রায়গঞ্জ: জুম্বা শরীরচর্চার একটি স্বতন্ত্র পদ্ধতি। শারীরিক ফিটনেসের জন্য মহিলারা এই পদ্ধতির প্রতি আজকাল খুবই আকৃষ্ট হচ্ছেন। এবার প্রথাগত চিন্তাভাবনা থেকে একটু সরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এই পদ্ধতি দিয়ে কিভাবে শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো যায় সেই রাস্তায় অগ্রসর হল একটি বেসরকারি শিশু বিকাশ প্রতিষ্ঠান।

রায়গঞ্জের উকিলপাড়ায় এ ধরনের একটি প্রশিক্ষণ ক্লাসের সূচনা হল শনিবার। এদিন ১০ থেকে ১৫ জন এ ধরনের শিশু মেতে উঠল গান আর নাচের ছন্দে। ছন্দে ছন্দে বাঁচার আনন্দ তারা চেটেপুটে নিল কিছুক্ষণের জন্য। খুশি তাদের অভিভাবকেরাও। বিহারের কাটিহার থেকে অটিজমে আক্রান্ত মেয়েকে নিয়ে এই কেন্দ্রে হাজির হয়েছিলেন অনামিকা স্বর্ণকার।

তিনি বললেন, মেয়েকে সুস্থ করার আশায় এসেছি। আজ জুম্বা ক্লাসে মেয়ে ভালোই সাড়া দিল। এর থেকে ভালো ফল পাওয়া যাবে মনে হচ্ছে। জুম্বা প্রশিক্ষণের দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা সুস্মিতা ভট্টাচার্য জানালেন, আমরা মূলত মহিলাদের ফিটনেস নিয়ে কাজ করি। এবার একটু আলাদা ভাবে ভাববার সময় এসেছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে এই জুম্বা ক্লাস আগামীতে বেশ জনপ্রিয় হবে বলে জানালেন তিনি।

শিশুবিকাশ প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত সেক্রেটারি রিমা মুখার্জি বললেন, মূলত অটিজম, সেরিব্রাল পলসি ও মানসিক প্রতিবন্ধী শিশু ও তাদের মায়েদের নিয়ে একটি থেরাপি সেশনের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশুদের সমাজের মূলস্রোতে ফেরাতে এই অভিনব পদক্ষেপ কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা রাখছি।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা