মাত্র কুড়ি ঘন্টাতেই পৌঁছে যাবেন দিল্লি, আসছে নতুন ট্রেন

#মালদা: এবার মাত্র কুড়ি ঘন্টাতেই মালদা থেকে সরাসরি রাজধানী এক্সপ্রেসে পৌঁছে যাওয়া যাবে দিল্লি। নতুন বছরের জানুয়ারি মাসেই মালদা টাউন স্টেশনের ওপর দিয়ে ছুটবে আনন্দ বিহার আগরতলা – দিল্লি রাজধানী সুপারফাস্ট এক্সপ্রেস। আপাতত সপ্তাহে একদিন করেই চলবে এই রাজধানী এক্সপ্রেসটি। মালদা টাউন স্টেশনে ট্রেনটি দাঁড়াবে ১০ মিনিট। এই ট্রেন মালদা দিয়ে যাওয়ার তিনমাস আগে থেকেই শুরু হয়ে গেল সংরক্ষিত শীততাপ নিয়ন্ত্রিত কামরার টিকিট বিলির কর্মসূচি। রাজধানী এক্সপ্রেসের সবকটি কামরায় শীততাপ নিয়ন্ত্রিত।

সেখানে এসসি কেবিন, কূপ, টু-টিয়ার এবং থ্রিটিয়ারের সংরক্ষিত টিকিটের ব্যবস্থা রয়েছে। রবিবার সকালে মালদা টাউন স্টেশনে একটি অনুষ্ঠানের মাধ্যমেই রাজধানী এক্সপ্রেস ট্রেনের সংরক্ষিত কামরা টিকিট বিলি কর্মসূচি গ্রহণ করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব রেলের মালদা ডিভিশনের ডিআরএম বিকাশ চৌবে, উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু, ইংরেজবাজার এবং পুরাতন মালদার বিজেপি দলের বিধায়ক যথাক্রমে শ্রীরূপা মিত্র চৌধুরী, গোপাল চন্দ্র সাহা প্রমূখ। এছাড়াও মালদা ডিভিশনের রেলের পদস্থ কর্তারাও উপস্থিত হয়েছিলেন।

এদিন মালদা টাউন স্টেশনের এক নম্বর প্লাটফর্মের ভিআইপি রুমে ডিআরএম এবং সাংসদ, বিধায়কদের উপস্থিতিতে এই রাজধানী এক্সপ্রেস চলাচলের বিষয়ে ছোট্ট একটি কর্মসূচি গ্রহণ করা হয়। তারপরে মালদা টাউন স্টেশনের টিকিট কাউন্টার থেকে আগামী দিনের রাজধানীর এক্সপ্রেসের যাত্রা করার জন্য সাংসদ খগেন মুর্মু, বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী টিকিট কাটেন। এদিন থেকেই রাজধানী এক্সপ্রেসের টিকিট বিক্রির কাজ শুরু করে রেলের মালদা ডিভিশন কর্তৃপক্ষ।

মালদা ডিভিশন সূত্রে জানা গিয়েছে, আগামী বছর জানুয়ারি মাসে আগরতলা – দিল্লি আনন্দবিহার রাজধানী এক্সপ্রেস মালদার ওপর দিয়ে ছুটবে। মালদা টাউন স্টেশনে এই ট্রেনটি ১০ মিনিট দাঁড়াবে। ১৫ জানুয়ারি আগরতলা থেকে এই ট্রেনটি ছেড়ে পরের দিন ১৬ জানুয়ারি বিকাল ৪ টা ২৫ মিনিটে পৌছাবে মালদা টাউন স্টেশনে। ১০ মিনিট ট্রেনটি থামার পর দিল্লির উদ্দেশ্যে রওনা দিবে।

ঠিক একইভাবে ১৭ই জানুয়ারি দিল্লি থেকে আগরতলাগামী এই রাজধানী এক্সপ্রেস ছাড়বে। সেটি পরের দিন ১৮ জানুয়ারি দুপুর তিনটায় মালদা টাউন স্টেশনে পৌঁছাবে এবং তিনটা দশ মিনিটে মালদা থেকে ছেড়ে আগারতলার উদ্দেশ্যে রওনা দেবে। মাত্র কুড়ি ঘন্টার মধ্যে রাজধানী এক্সপ্রেসের দিল্লি যাত্রায় সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীদের পক্ষে অনেক সুবিধা হবে বলে জানিয়েছে মালদা ডিভিশনে রেল কর্তারা।

পূর্ব রেলের মালদা ডিভিশনের ডিআরএম বিকাশ চৌবে জানিয়েছেন, মালদাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল এই টাউন স্টেশন দিয়ে যেন রাজধানী এক্সপ্রেস চলাচল করে। সবদিক তদারকি করে বিষয়টি রেলমন্ত্রকে কাছে জানানো হয়েছিল। এরপরই রেল মন্ত্রক থেকে আপাতত মালদায় সপ্তাহে একদিন করে রাজধানী এক্সপ্রেস চলাচলের সবুজ সংকেত দিয়েছে। ২০২৪ সালের ১৬ জানুয়ারি বিকেলে মালদা থেকে রাজধানী এক্সপ্রেস দিল্লির উদ্দেশ্যে ছুটবে।

বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী জানিয়েছেন, জেলাবাসীর স্বপ্নপূরণ হয়েছে। রেলমন্ত্রক মালদাবাসীর আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেছে। আমি এদিন নিজেও এই রাজধানী এক্সপ্রেসের টিকিট কেটেছি দিল্লি যাওয়ার জন্য। এদিন থেকে টিকিট বিক্রির কাজ শুরু করেছে রেলের মালদা ডিভিশন কর্তৃপক্ষ। এই ট্রেন চালু হয়ে যাওয়ার ফলে বাণিজ্যিক ক্ষেত্রে অনেকটাই প্রসার ঘটবে। অল্প সময়ের মধ্যে পৌঁছে যাওয়া যাবে দিল্লি।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা