#রায়গঞ্জ: দুর্গাপূজার আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। পুজো কমিটিগুলির ব্যস্ততা প্রায় তুঙ্গে।কিন্তু এরই মাঝে পুজোর কর্তৃত্ব কাদের হাতে থাকবে তা নিয়ে বিতর্কের সৃষ্টি হল মিলন পাড়া সার্বজনীন দুর্গাপূজায়, যেটা অনেকেই মহিলা পরিচালিত দুর্গাপূজা বলেই চেনে। এবছর ওই পুজোর ৬৫ তম বর্ষ।
পুজোর পূর্বতন কমিটির সম্পাদক তথা চব্বিশ নম্বর ওয়ার্ড কোঅর্ডিনেটর কেয়া চৌধুরী, যিনি নিজেকে ট্রাস্টি মেম্বার বলেও দাবি করেন, অভিযোগ করেন এলাকার কিছু ব্যক্তি এবং মহিলারা বেআইনিভাবে আগের কমিটি ভেঙে দিয়ে নতুনভাবে কমিটি তৈরি করেছেন। এমনকি পূর্বতন কমিটি গত ১৬ ই এপ্রিল সাধারণ সভা ডেকে পোস্টার লাগালে, তা ছিঁড়ে দেওয়া বা মন্দিরের গায়ে লাগানো পূর্বতন কমিটির নাম ঢেকে দেওয়ার অভিযোগ এনে পুলিশে অভিযোগ দায়ের করেন।
যদিও অভিযুক্ত বর্তমান কমিটির সভাপতি স্বপন রায় সমস্ত অভিযোগ উড়িয়ে বলেন এলাকাবাসীর দাবি মেনে এই কমিটি তৈরি হয়েছে। বর্তমান পুজো কমিটির কোষাধ্যক্ষ রত্না ঘোষ বলেন, পূর্বতন কমিটির অরাজকতার কারণেই এলাকার মানুষ বিক্ষুব্ধ হয়ে এই নতুন কমিটি গঠন করেছে।
