দুরমুশ শ্রীলঙ্কা, এশিয়া কাপে জিতল ভারত

#নিউজ ডেস্কঃ বিশ্বকাপ ক্রিকেটের প্রাক মূহুর্তে এশিয়া কাপ ক্রিকেটে ট্রফি জিতল ভারত। রবিবার দুপুরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় ভারত হারিয়ে দেয় আয়োজক দেশ শ্রীলঙ্কাকে। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। কিন্তু ভারতের আঁটোসাটো বোলিংয়ে মাত্র ৫০ রানে অল আউট হয় শ্রীলঙ্কা। ভারতের পক্ষে মহ সিরাজ একাই ২১ রান দিয়ে ৬টি উইকেট দখল করেন। যোগ্য সহয়তা করেন হার্দিক পান্ডিয়া (৩/৩) ও বুমরাহ (১/২৩)।

এরপর ব্যাট করতে নেমে ৬ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন ভারতের ২ ওপেনার ব্যাটার। শুভমান গিল করেন অপরাজিত ২৭ ও ইশান কিশান করেন অপরাজিত ২৩ রান। ফাইনালে এমন দ্রুত খেলা শেষ হয়ে যাওয়ায় মাঠেই বিরক্তি প্রকাশ করেন দর্শকেরা।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা