করম পুজোর আগে আদিবাসী সমাজের মধ্যে ধামসা মাদল দিলেন মন্ত্রী 

#মালবাজার: সামনের একাদশী তিথিতে আদিবাসী সমাজের অন্যতম বড় উৎসব করম পুজা। প্রকৃতির পুজারী দেশের আদিবাসী সমাজের মানুষ অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পবিত্র করম গাছের পুজা করে থাকেন। রাজ্য সরকার ইতিমধ্যেই করম পুজা উপলক্ষে ছুটি ঘোষণা করেছেন। ডুয়ার্সের বিভিন্ন এলাকায় করম পুজা হয়ে থাকে।
আদিবাসী রীতি মেনে  ধামসা মাদল বাজিয়ে করম গাছের ডালকে বরন করে আনা হয়। তারপর রাতভর চলে পুজা। তাই করম পুজার প্রাক্কালে রবিবার নাগরাকাটা হাই স্কুলের প্রাঙ্গণে বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মধ্যে ২৫ জোরা ধামসা মাদল দিলেন রাজ্যের অনগ্রসর শ্রেনী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলু চিকবরাইক।
উপস্থিত ছিলেন নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর, জেলা পরিষদের সদস্য গনেশ ওরাও প্রমুখ। মন্ত্রী বলেন, সামনে করম পুজা সবাই যাতে সুন্দর ভাবে এই উৎসব পালন করতে পারে তারজন্য এই ধামসা মাদল দেওয়া হলো।
News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা