

#মালবাজার: তিন মাস বন্ধ থাকার পর শনিবার থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো ডুয়ার্সের গরুমারা,চাপ্রামারি সহ অন্যান্য বনের দরজা।পর্যটকদের নিয়ে শুরু হলো জঙ্গল সাফারি। প্রথম দিনই বনের সৌন্দর্য ও বন্যপ্রাণী দেখতে ভীড় জমালো পর্যটকরা। তবে এবার পর্যটকদের গুলতে হচ্ছে বাড়িতে মাশুল।


ডুয়ার্সের বনাঞ্চল পর্যটকদের কাছে এক বিশেষ আকর্ষণ। বর্ষার মরসুমে বনের জন্তু জানোয়ার দের প্রজননের সময়। তাছাড়া এই সময় বনের ভিতরে গাছপালা রোপণও করা হয়। তাই জুন মাসের ১৪ তারিখ থেকে ১৪সেপ্টেম্বর পর্যন্ত বনের দরজা বন্ধ থাকে। এসময় বনের ভিতরে প্রবেশ নিষেধ। তাই গত শুক্রবার থেকে বনের দরজা খুলে দেওয়া হয়।


পর্যটকরা গরুমারা ও চাপরামারিতে জঙ্গল সাফারি করতে ভীড় জমান।কিন্তু, এবছর পর্যটকদের গুনতে হচ্ছে বাড়তি মাশুল। এতেদিন পর্যন্ত পর্যটকদের সঙ্গে আনা ক্যামেরার জন্য কোন খরচ ধার্য্য ছিল না।এবার ক্যামেরা পিছু ২০০ টাকা ধার্য্য করা হয়।এতদিন সকালের দিকে পর্যটকদের মাথা পিছু ১৩০ টাকা করে এবং বিকেলের দিকে সাফারির জন্য দিতে হতো ১৮০ টাকা।

এখন সেটা হয়েছে ২১০ টাকা ও ২৯০টাকা। মাশুল বৃদ্ধিতে পর্যটকরা খানিকটা অখুশি হলেও জঙ্গলের টানে মেনেও নিয়েছেন। তবে জিপসির ভাড়া বাড়ে নি।তাই এদিন গরুমারা ও চাপরামারিতে পর্যটকদের দেখা যায়।






Author: News Britant
Post Views: 378