উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের বিশ্বকর্মা পুজো

#দেবলীনা ব্যানার্জী, রায়গঞ্জ: মোবাইল, ট্যাব, বুম, ক্যামেরা ঠাকুরের সামনে সাজিয়ে বিশ্বকর্মা পুজো করা হল উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে। সোমবার সকাল সকাল উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের আয়োজনে অনুষ্ঠিত হল বিশ্বকর্মা পুজো। ফল, মিষ্টি ও পুজো উপচার সহযোগে নিয়ম নিষ্ঠা সহযোগে এদিন পুজো সম্পন্ন হয়।

অঞ্জলি ও আরতির পর সাংবাদিকদের কাজের জন্য অতিপ্রয়োজনীয় মোবাইল, ট্যাব, বুম ও ক্যামেরা গুলির পুজো করা হয়। উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের জিমনেশিয়ামটিতে শরীরচর্চার জন্য ব্যবহৃত মেশিনগুলিতেও ফুল চন্দন সহযোগে পুজো করেন প্রেস ক্লাবের সাংবাদিক পুরোহিত গৌর আচার্য।

এরপর ক্লাবহাউসের সামনে সাংবাদিকদের বাহন গুলিকেও পুজো করা হয়। উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সম্পাদক অলিপ মিত্র জানান, প্রতিবছরই আমাদের প্রেস ক্লাবে যন্ত্রের দেবতা বিশ্বকর্মা পূজিত হন। পুজোর বাজার, আয়োজন ও পুজোর পুরোহিতের ভূমিকায় প্রেস ক্লাবের সাংবাদিকেরা নিজেরাই অংশ নেন।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা