#রায়গঞ্জ: সাধারণত পয়লা মে কেই আমরা শ্রম দিবস হিসাবে জানি, কিন্তু সোমবার বিশ্বকর্মা পুজোর দিনটিকেই বাঙালি তথা ভারতীয়দের রাষ্ট্রীয় শ্রমিক দিবস হিসাবে উদযাপন করল ভারতীয় মজদুর সংঘের উত্তর দিনাজপুর জেলা শাখা।
এদিন সংগঠনের তরফ থেকে চন্ডীতলা থেকে ঘড়ি মোড় পর্যন্ত একটি টোটো র্যালি রায়গঞ্জের রাজপথ পরিক্রমা করে। সংগঠনের পশ্চিমবঙ্গ প্রদেশ সহ-সভাপতি পূজিতা সরকার বলেন অন্যান্য রাজ্যে এই দিনটিকে রাষ্ট্রীয় শ্রম দিবস হিসেবে পালন করা হলেও পশ্চিমবঙ্গে এখনো দিনটিকে এরূপ মর্যাদা দেওয়া হয়নি।

Author: News Britant
Post Views: 393