রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক ও অধ্যাপিকার বিরুদ্ধে ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন

#রায়গঞ্জ: রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক অধ্যাপক ও এক অধ্যাপিকার বিরুদ্ধে শেষ পর্যন্ত ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। আগামী ১৯ সেপ্টেম্বর ওই বিভাগের ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মী ও রিসার্চ স্কলারদের তদন্ত কমিটির মুখোমুখি হতে হবে।

ইংরেজি বিভাগের ষষ্ঠ সেমেস্টারের ছাত্র কিশান বর্মণের অভিযোগের ভিত্তিতে এই তদন্ত কমিটি গঠিত হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য ইংরেজি বিভাগের ছাত্র কিষান বর্মন বিভাগীয় এক অধ্যাপক এবং অধ্যাপিকার বিরুদ্ধে মানসিকভাবে নির্যাতনের অভিযোগ তোলে এবং সেই বিষয়ে অসুস্থতার কারণে সে হাসপাতালেও ভর্তি থাকে।

এ বিষয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক দূর্লভ সরকার বলেন, ইংরেজি বিভাগের একজন ছাত্রের অনগ্রসর কল্যাণ দপ্তরে অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট দপ্তর এবং জেলা প্রশাসনের নির্দেশক্রমে উপাচার্য একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটির রিপোর্ট উচ্চশিক্ষা দপ্তর ও জেলা অনগ্রসর কল্যাণ দপ্তরকে পাঠাতে হবে।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা