বৌদিকে খুন করে থানায় আত্মসমর্পণ দেওরের

#সংবাদদাতা: বিশ্বকর্মা পুজোর দিনে ডুয়ার্সের নাগরাকাটা বাজার এলাকায় বৌদি খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। জানাগেছে, পারিবারিক অশান্তির জেরে রবিবার রাত এগারোটা নাগাদ নাগরাকাটা বাজারে নিজের বৌদিকে গলা কেটে খুন করল  দেওর। এঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দেওর অবশ্য নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে।
পুলিশ জানিয়েছে মৃতার নাম কবিতা গোয়েল। বয়স ৪২ বছর। অভিযুক্ত টিংকু গোয়েলকে পুলিস গ্রেফতার করেছে। এরপর  ঘটনাস্থলে পুলিস চলে এসে  মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। জানাগেছে, গোয়েল পরিবারের নাগরাকাটা বাজারে হার্ডওয়্যারের ব্যবসা রয়েছে।  দীর্ঘদিন ধরেই  তাদের পারিবারিক অশান্তি  চলছিল। জানা গিয়েছে এদিন সেই অশান্তি চরমে ওঠে।
অভিযোগ  এরপরই টিংকু গোয়েল নিজের বৌদিকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে দেয়।ঘটনাস্থলেই মৃত্যু হয় কবিতা গোয়েলের। কবিতা গোয়েলের স্বামী বিনোদ গোয়েলকেও আটক করে নিয়ে যায় পুলিশ। সোমবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় নাগরাকাটা এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা