#রায়গঞ্জ: রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক ছাত্রের উপর অপমানজনক আচরণ এবং মানসিক হেনস্থা করার অভিযোগে তদন্ত কমিটি গঠন করে জিজ্ঞাসাবাদ করা হল মঙ্গলবার।এদিন অভিযোগকারী ছাত্র কিষান বর্মন এবং এই ঘটনায় অভিযুক্ত ইংরেজি বিভাগের অধ্যাপক নির্ঝর সরকার ও অধ্যাপিকা সংযুক্তা চ্যাটার্জিকে এই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়।
তবে অনগ্রসর শ্রেনী কল্যান দপ্তরের অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্দেশে রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের উপচার্যের গঠিত কমিটি তদন্ত করলেও ওই দপ্তরে কোনো রকম অভিযোগ করেননি বলে ওই ছাত্র জানান। সে জানায়, ইংরেজি ক্লাসে মাসিক বেতন ও পড়াশোনার অনিয়ম নিয়ে অভিযোগ করায় ওই অধ্যাপক ও অধ্যাপিকা বারবার হেনস্থা করেন যার জেরে ওই পড়ুয়া অসুস্থ হয়ে যায়।
এদিন এই কমিটির তদন্তকে ঘিরে শুরু হয় বিশৃঙ্খলা। কমিটির তদন্তকে প্রভাবিত করা হচ্ছে বলে অভিযোগ তুলে সরব হয় তৃণমূল শিক্ষাবন্ধু সংগঠনের সভাপতি তথা রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের শিক্ষাকর্মী তপন নাগ। এই তদন্তের বিষয়ে অভিযুক্ত অধ্যাপিকা তথা ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সংযুক্তা চ্যাটার্জি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন।
পাশাপাশি ইংরেজি বিভাগের পড়ুয়াদের দায়ের করা অভিযোগ ভিত্তিহীন এবং এই বিষয়ে তদন্ত কমিটি জিজ্ঞাসাবাদ করছে ও তদন্ত করছে বলে তিনি জানিয়েছেন। সেইসঙ্গে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডঃ দুর্লভ সরকারের দাবী, উভয় পক্ষকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জেলা প্রশাসন ও বিসিডব্লু ডিপার্টমেন্টের নির্দেশে উপাচার্য এই তদন্ত কমিটি গঠন করেছেন। সবার বক্তব্য শোনা হয়েছে। রিপোর্ট দেওয়া হবে।
