পার্শ্বশিক্ষকদের অবৈধ বদলির প্রতিবাদে ডেপুটেশন বাম পন্থী সংগঠনের

#রায়গঞ্জ: নিখিলবঙ্গ পার্শ্বশিক্ষক সমিতি, উত্তর দিনাজপুর জেলা কমিটি র পক্ষ থেকে ডি পি ও এর নিকট ডেপুটেশন প্রদান করা হল মঙ্গলবার । মূলত সেবাগ্রাম উচ্চ বিদ্যালয়ের দুজন পার্শ্বশিক্ষককে অবৈধ ভাবে বদলির প্রতিবাদে ডেপুটেশন প্রদান করেন সংগঠনের সদস্যরা।

প্রচুর সংখ্যক শিক্ষক সমবেত হয়ে এদিন দুপুরে মিছিল করে সমগ্র শিক্ষা মিশনের অফিসের সামনে সমবেত হন। এরপর সাত দফা দাবি সহযোগে ডেপুটেশন প্রদান করা হয় সমগ্র শিক্ষা মিশনের অফিসের ডি পি ও কে। ওই দুই শিক্ষক কে দ্রুত নিজ বিদ্যালয়ে যোগদান করানোর পাশাপাশি অবসরকালীন সুযোগ সুবিধা গুলো নিয়েও দাবি তোলেন তারা।

সেবাগ্রাম উচ্চ বিদ্যালয়ের ওই দুই শিক্ষকের বদলির অর্ডার প্রত্যাহার করে নিজ বিদ্যালয়ে যোগদান করানোর নির্দেশ না দেওয়া হলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করবেন বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা