তিব্বত প্রসঙ্গে আন্তর্জাতিক কর্মশালা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে

#রায়গঞ্জ: তিব্বত প্রসঙ্গে চীনা আগ্রাসন নীতি এবং ভারতের ভূমিকা নিয়ে এক আন্তর্জাতিক মানের কর্মশালা আয়োজিত হল মঙ্গলবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রিয়রঞ্জন দাশমুন্সি সভাকক্ষে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট্রাল টিবেটান অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য তেনজিং কুনসেন ও লবসং কাইজুন।

এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায়, নিবন্ধক দুর্লভ সরকার সহ অন্যান্য অধ্যাপক ও অধ্যাপিকারা। এই সেমিনারটির প্রসঙ্গে উদ্যোক্তা ডক্টর বাবুলাল বালা বলেন তিব্বত নিয়ে চীন ও ভারতের অবস্থানের নৈতিক পার্থক্য বর্তমান সমাজের শিক্ষার্থী তথা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই অনুষ্ঠানটির লক্ষ্য। এই প্রসঙ্গে ভারতের অবস্থানের ভূয়সী প্রশংসা করেন ডক্টর বালা।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা