#রায়গঞ্জ: মঙ্গলবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বিক্ষোভ অবস্থান করলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। মূলত বিশ্ববিদ্যালয়ের বর্তমান নিবন্ধকের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তারা মঙ্গলবার দুপুর দুটোয় এই বিক্ষোভ অবস্থানে সামিল হয়।এমনকি নিবন্ধককে বিশেষ দলের দলদাস বলেও তির্যক মন্তব্য করেন সংগঠনের সদস্যরা।
এছাড়াও অনিল ভুঁইমালি উপাচার্য থাকাকালীন নিয়োগ গুলির সঠিক তদন্ত সহ দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের ডাকও দেন তারা। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই উপাচার্য নিয়োগ করা হয়েছে এবং ওনাকে অরাজনৈতিক ব্যক্তি বলেই দাবি করেন সংগঠনের সদস্যরা।

Author: News Britant
Post Views: 312