মাল এলাকায় মহা সমারোহে গনেশ চতুর্থী পালন

#মালবাজার: মঙ্গলবার ছিল গনেশ পুজা এই উপলক্ষে মহা ধুমধামে পালিত হচ্ছে গনেশ চতুর্থী। এদিন  সকাল থেকেই ভক্তদের ভির বিভিন্ন পুজো মন্ডপে। মালবাজার মহকুমার মধ্যে অন্যতম বড় গনেশ পুজো হচ্ছে দক্ষিন ওদলাবাড়িতে। দক্ষিন ওদলাবাড়ি সর্বজনীন গনেশ পুজো এবার ৫ বছরে পড়লো।
আর এই গনেশ পুজো দেখতে ভির করছে দর্শনার্থীরা। এদিন সকালে এলাকার মহিলাদের কলোস যাত্রার মধ্যে দিয়ে এই পুজোর সুচনা হয়। আগামি তিন দিন চলবে এই পুজো থাকছে তিন দিনই ভান্ডারার ব্যাবস্থা। পুজো কমেটির অন্যতম সদস্য উত্তম পাল বলেন, কাপড়, জরী, প্লাস্টিক, ফাইবার দিয়ে তৈরি হয়েছে এই মন্ডপ।
কাল্পনিক এই মন্ডপের উচ্চতা প্রায় ৬০ ফুট। সকাল থেকে ভক্তারা আসছেন পুজো মন্ডপে। তিন দিন ভান্ডারার পাশাপাশি থাকছে ভক্তিমুলক সংগীতা অনুষ্ঠান। মালবাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ১০ হাত উচু গনেশ মুর্তির পুজা হয়। এদিন সকাল থেকে পুজার মন্ডবে ভীড় দেখা যায়। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে চলে পুজা।
আগামী তিন দিন নানান কর্মসূচি নেওয়া হয়েছে। বিশ্বকর্মা পূজা পরের দিন গনেশ চতুর্থী থাকায় জমজমাট হয়ে ওঠে এলাকা। সর্বজনীন পুজোর পাশাপাশি মালবাজার, চালসা সহ অন্যান্য এলাকায় ব্যাক্তিগত উদ্যোগে পুজো হয়। পুজো উপলক্ষে মানুষের বাড়তি উৎসাহ দেখা যায়।
News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা