ইসলামপুর: উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। শুক্রবার সেই গ্রাম পঞ্চায়েতে প্রধান গঠন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। পুনরায় আবার প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন নুরি বেগম। উপপ্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন লতিফুর রহমান। কমলা গাও সুজালী গ্রাম পঞ্চায়েত ২৭ আসন বিশিষ্ট এখানে তৃণমূল কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতায় তাদের প্রধান নির্বাচিত করলেন। প্রধান নুরী বেগম বলেন,গত টার্মেও প্রধান ছিলাম এবারও আবার নির্বাচিত হয়েছি। গতবারও অনেক কাজ হয়েছে এবারও সাধারণ মানুষের কাজ করব ও উন্নয়ন করব। তৃণমূলের অঞ্চল সভাপতি আব্দুল হক বলেন, সাধারণ মানুষের উন্নয়ন হয়েছে। এই অঞ্চলটি ইসলামপুর ব্লকে পড়লেও এর বিধানসভা চোপড়া

Author: News Britant
Post Views: 24