#রায়গঞ্জ: রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করল রায়গঞ্জের ঐতিহ্যবাহী ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট জেভিয়ার্স স্কুল। এই উদ্দেশ্যে শনিবার সকাল আটটায় শিলিগুড়ি মোড় থেকে রায়গঞ্জ ইনস্টিটিউট পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয় স্কুলের পক্ষ থেকে। স্কুল ব্যান্ডের তালে তালে সুসজ্জিত ট্যাবলো ও রঙিন হাউস ড্রেসে সজ্জিত ছাত্রছাত্রীদের মিলিত প্রচেষ্টায় রাজপথে সৃষ্টি হয় এক রঙিন উন্মাদনা।
ভারতবর্ষের ধর্মীয় ঐক্য, কৃষ্টি ও সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হয় খুদে ছাত্রছাত্রীদের রূপসজ্জার মধ্য দিয়ে। নাচে গানে এক মনোরম পরিবেশের সৃষ্টি হয় সকাল সকাল। মিছিলে পা মেলান স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকারাও। বিদ্যালয়ে প্রিন্সিপাল ফাদার ড্যামিয়ান টুডু জানান ২৫ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে সেন্ট জেভিয়ার্স স্কুল। সম্প্রীতির বার্তা দিয়ে তিনি আমাদের জানান, একসাথে এভাবেই আমরা ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাবো ও দেশের অগ্রগতির পথে নিজেদের নিযুক্ত করবো।
