#রায়গঞ্জ: নর্থ বেঙ্গল ডিস্ট্রিবিউটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামীকাল, ১৩ই আগস্ট, ২০২৩ উত্তরবঙ্গের সর্বত্র মানব কল্যাণে রক্তদানের মহান ব্রত উদযাপিত হতে চলছে। তারই অঙ্গ হিসেবে উত্তর দিনাজপুর ডিস্ট্রিবিউটার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স এর সভাকক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল।
সেই উদ্দেশ্যে শনিবার ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স এর সভাকক্ষে উত্তর দিনাজপুর ডিস্ট্রিবিউটার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জয়ন্ত সোম জানান বেশি সংখ্যক মানুষ এই মহতী দানে ব্রতী হয়ে এই অনুষ্ঠানটি সর্বাঙ্গীন সফল করে তুলবেন সে বিষয়ে তিনি আশাবাদী।

Author: News Britant
Post Views: 316