সাধারণ মানুষ ও পুলিশের মধ্যে সুসম্পর্ক স্থাপনের লক্ষ্যে তিরন্দাজি প্রতিযোগিতা

#দেবলীনা ব্যানার্জী, রায়গঞ্জ: সাধারণ মানুষ ও পুলিশের মধ্যে সুসম্পর্ক স্থাপনের লক্ষ্যে রায়গঞ্জ জেলা পুলিশের উদ্যোগে এবং রায়গঞ্জ থানার ব্যবস্থাপনায় শনিবার রায়গঞ্জের টাউন ক্লাব মাঠে আয়োজিত হল তীরন্দাজি প্রতিযোগিতা। উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানার আই সি সৌরভ সেন, ডিএসপি রিপন বল, রায়গঞ্জ থানার পুলিশ আধিকারিক শুভঙ্কর ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা।

প্রায় ৭৩ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন এই প্রতিযোগিতায়। রায়গঞ্জ থানার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা এই তীর ধনুক প্রতিযোগিতাটিতে অংশ নেন। ১৮ বছর পর্যন্ত ও ১৮ বছরের উর্ধ্বে এই দুটি বিভাগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। মূলত পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সুসম্পর্ক স্থাপন ও মেধা অন্বেষণের লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

এদিনের প্রতিযোগিতা প্রসঙ্গে ডিএসপি রিপন বল জানান, রায়গঞ্জ থানার উদ্যোগে ও এসপি স্যারের অনুপ্রেরণায় সমস্ত থানায় এই তিরন্দাজি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এখানে যারা জয়লাভ করবে পরবর্তীতে তাদের মহকুমা ও জেলাস্তরের বৃহৎ ক্ষেত্রে পাঠানো হবে। মূলত সাধারণ মানুষ ও পুলিশের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা এবং প্রত্যন্ত গ্রামের থেকে মেধা অন্বেষণ করে তাদের বৃহৎ ক্ষেত্রে উপস্থাপিত করা এই কর্মসূচির উদ্দেশ্য বলে জানান তিনি।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা