হাওয়াইতে ভয়াবহ চেহারা নিলো দাবানল, পুড়ে মৃত ৬৭

#নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াইতে ভয়াবহ চেহারা নিলো দাবানল। এখনও পর্যন্ত দাবানলের আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ৬৭ জনের, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে আপাতত ৬৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে হাওয়াই কর্তৃপক্ষ। জানা গিয়েছে, গত ৮ ই আগষ্ট মার্কিন যুক্তরাষ্ট্রের মাউই দ্বীপের পশ্চিম উপকূলীয় জঙ্গলে দাবানল শুরু হয় সেই সময় ঘূর্ণি ঝড় শুরু হলে তা হাওয়াই এলাকায় ছড়িয়ে পড়ে এবং আগুন লেগে যায়।

এই দাবানলে অন্তত এক হাজারটি বাড়ি পুড়ে গিয়েছে। হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। প্রচুর মানুষ আহত, ক্ষতিগ্রস্ত হয়েছে, মারা গিয়েছেন বহু মানুষ। কর্তৃপক্ষের আশঙ্কা, মৃতের সংখ্যা যা জানা গিয়েছে, দাবানল-এলাকায় লাশ শনাক্তকারী কুকুর নিয়ে অভিযান চালালে সেই সংখ্যা সম্ভবত আরও বাড়বে। কেননা, কুকুরের সহায়তায় হয়তো আরও মরদেহের খোঁজ মিলতে পারে।

মাউই দ্বীপে দাবানল ছড়িয়ে পড়ার আগে স্থানীয় লোকজনকে সতর্কবার্তা দেওয়া হয়েছিল কি না, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রাকৃতিক দুর্যোগ কিংবা অন্য কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হলে মাউইতে জরুরি সতর্কসংকেত বাজানো হয়ে থাকে। তবে এবার দাবানলের সময়ে তা বাজাতে শোনা যায়নি। সতর্কসংকেতের প্রসঙ্গ টেনে হাওয়াইয়ের গভর্নর বলেন, কী ঘটেছে, তা জানতে মাউই কর্তৃপক্ষকে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা