#মালবাজার: চিতাবাঘের দেহ উদ্ধার হলো নাগরাকাটার কূর্তি চা বাগান থেকে। শনিবার সকালে কাজ করার সময় কর্মরত শ্রমিকরা প্রথমে বাগানের ঝোঁপে দেহটিকে দেখতে পান। সাথে সাথে খবর দেওয়া বাগান কর্তৃপক্ষ কে। চাবাগান কর্তৃপক্ষ দ্রুত বন্যপ্রান শাখার খুনিয়া স্কোয়ার্ডে খবর দেয়।


পরে বন দপ্তরের খুনিয়া রেঞ্জের কর্মীরা এসে মৃত চিতাবাঘটির দেহ উদ্ধার করে নিয়ে যান। কিভাবে বুনোটির মৃত্যু হলো তা ময়নাতদন্ত করে দেখা হচ্ছে বলে বন দপ্তর জানিয়েছে। চিতাবাঘের দেহ উদ্ধার হওয়ায় ওই চাবাগানে আতংক দেখা দিয়েছে।










Author: News Britant
Post Views: 137