#রায়গঞ্জ: প্লাস্টিক মুক্ত রায়গঞ্জ গঠনের লক্ষ্যে উদ্যোগী হল রায়গঞ্জ পৌরসভা। রবিবার সকাল দশটায় রায়গঞ্জের স্টেশন সংলগ্ন বাজারে প্লাস্টিক ক্যারিব্যাগ নিষিদ্ধকরণ অভিযানে নামলো পুর কর্তৃপক্ষ। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস, সাধন বর্মন, চৈতালী ঘোষ সাহা, অনিরুদ্ধ সাহা, বরুন ব্যানার্জি সহ একাধিক কো-অর্ডিনেটরগণ।
অভিযান চলাকালীন তল্লাশিতে একাধিক বিক্রেতার কাছ থেকে প্লাস্টিক ক্যারিব্যাগ বাজেয়াপ্ত এবং জরিমানা করে পুরসভা। এবিষয়ে বাজার করতে আসা অমিতাভ দাস নামে একজন ক্রেতা বলেন, ক্যারিব্যাগের ব্যবহার চলছেই। কালই বাজারে কাঁচালঙ্কা কিনতে এলে দোকানী তা ক্যারিব্যাগে দেন। আমি ক্যারিব্যাগ দিতে মানা করি। পুরসভার পক্ষ থেকে এমন অভিযান মাঝেমধ্যেই চালানো উচিত।
এদিনের এই অভিযানে অংশ নিয়ে পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, মানুষকে সচেতন করতেই এ ধরনের উদ্যোগ। তিনি আরো জানান শুধুমাত্র বিক্রেতা বা ক্রেতাদেরই নয় প্লাস্টিক ডিস্ট্রিবিউটরদের সঙ্গে আগামী শনিবার একটি বৈঠকে মিলিত হয়ে এনিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে পুরসভা।
