প্রবল বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণ ওদলাবাড়ি, রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বাসিন্দাদের

#মালবাজার:  রাত থেকেই এক নাগারে বৃষ্টি মালবাজার মহকুমা জুড়ে। আর তাতেই জলমগ্ন ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ওদলাবাড়ির চাকা মিস্ত্রি পাড়াসহ বিভিন্ন এলাকা। নিকাসি ব্যবস্থা ঠিকঠাক না থাকার কারনেই বিভিন্ন এলাকা জলমগ্ন হয়েছে রাত থেকে। কোথাও কোমর জল আবার কোথাও হাটু জল। এতেই দক্ষিণ ওদলাবাড়ির চাকা মিস্ত্রি পাড়ার বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে রবিবার সকাল থেকে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।
যার ফলে বৃষ্টির মধ্যে রাস্তার দুধারে দাড়িয়ে পড়ে প্রচুর গাড়ি। রাস্তা অবরোধে সামিল হয়েছে গ্রামের মহিলারা। বাড়ি বাড়িতে হাটু এবং কোমর সমান জল জমে রয়েছে বলে বাসিন্দাদের দাবি। স্থানীয় এক বাসিন্দা জানান, পাচ বছরে গ্রাম পঞ্চায়েত থেকে এলাকায় কোন কাজই হয়নি। গ্রামে নেই কোন ড্রেনের ব্যাবস্থা।  সেই কারনে বৃষ্টির জল বাড়ি বাড়িতে আটকে রয়েছে”।
এতেই  ক্ষিপ্ত মানুষ দক্ষিন ওদলাবাড়ি এলাকায় সকাল ৯ টা থেকে  সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। যতক্ষন পর্যন্ত নিকাসি ব্যাবস্থার কোন ব্যাবস্থা না হচ্ছে, ততক্ষন এই অবরোধ চলতে থাকবে। পরে প্রশাসনের আশ্বাসে সকাল ১০ টা নাগাদ পথ অবরোধ উঠে যায়।
News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা