নদীর জলচ্ছাসে ভেসে গেল ট্রাক্টর

#মালবাজার: গত দুইদিন ডুয়ার্স ও তৎ সংলগ্ন পাহাড়ি এলাকায় চলছে প্রবল বর্ষন। এর জেরেই চেল, ঘিস, মাল নদীর সৃষ্টি হয়েছে জলচ্ছাস। কোথাও বাধে ছোবল মারছে আবার ভাসিয়ে নিয়ে যাচ্ছে ট্রাক্টর। প্রতি বছর বর্ষায় এমন ঘটনা মাঝেমধ্যে ঘটে। রবিবার এমনই ঘটনা ঘটলো ওদলাবাড়ি সংলগ্ন চেল নদীতে।
জানাগেছে, এদিন সকাল ১০ টা নাগাদ একটি ট্যাক্টর চেল নদীর পাথুরে পথের মধ্যে দিয়ে বাড়ি ফিরছিলো। আচমকা রেল সেতু ও সরক সেতুর মাঝে প্রবল জলচ্ছাসে ভেসে যায় ওই ট্রাক্টর। ট্রেলার সমেত ট্রাক্টর জলে ডুবে যায়। ঘন্টা খানেক বাদে ক্রেন দিয়ে টেনে তোলা হয়।
এনিয়ে চেল নদীর উজানে থাকা মানাবাড়ি চা বাগানের শ্রমিকরা জানায়,গত কয়েক দিন ধরে বৃষ্টি, জল উপেক্ষা করে প্রচুর ট্যাক্টর, ট্রাক, ডাম্পার বালিপাথর তোলার কাজে ব্যস্ত ছিল। জেসিবি নামিয়ে নদী খুড়ে বালিপাথর তোলা হয়েছে। সম্ভবত এভাবেই ট্রাক্টরটি ভেসে যায়। তবে স্থানীয় লোকজনের অভিযোগ রেল সেতু এবং সড়ক সেতুর মাঝে বালি পাথর তোলা নিষিদ্ধ। সেখানে ট্রাক্টর এলো কিভাবে?
News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা