#রায়গঞ্জ: নর্থ বেঙ্গল ডিস্ট্রিবিউটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং উত্তর দিনাজপুর ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় রবিবার সকাল সাড়ে দশটায় ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সভাকক্ষে একটি রক্তদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুলিশ জেলার ডিএসপি রিপন বল, রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, কোঅর্ডিনেটর সাধন বর্মন, ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক শংকর কুন্ডু প্রমূখেরা। প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যের সাতটি জেলার ১৭ টি জায়গায় একইসঙ্গে এই রক্তদান কর্মসূচি পালিত হচ্ছে।
উত্তর দিনাজপুর ডিস্ট্রিবিউটারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শুভাশিস দাস বলেন, জেলার রক্ত সংকট দূরীকরণে এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রায় ৭০ জন স্বেচ্ছা রক্তদাতা আজ রক্ত দিবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
