#আগরতলাঃ ত্রিপুরার আগরতলা প্রেস ক্লাবে রবিবার অনুষ্ঠিত হল কবিতা ডট কম আয়োজিত বাংলা কবিতা আন্তর্জাতিক কাব্য বাসর ও কবি সম্মিলন, ২০২৩l এতে ভারতের বিভিন্ন রাজ্যের কবি ও কথা সাহিত্যিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট কবি, সাহিত্যিকেরাও। কবিতা পাঠ, গুনীজন সংবর্ধনার মধ্যে দিয়ে শেষ হয় এই সম্মিলন।এর সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পরিতোষ ভৌমিক সহ একাধিক সাহিত্যপ্রেমী ব্যক্তিবর্গ।
সভার উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক, ভারত বাংলা মৈত্রী পরিষদ এর সভাপতি ড. দেবব্রত দেবরায়l প্রধান অতিথিরূপে উপস্থিত ছিলেন বাংলাদেশের সহকারী হাই কমিশনার জনাব আরিফ মোহাম্মদl সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক প্রাক্তন আই এ এস অফিসার শ্রী কিশোর গাঙ্গুলি, ডাঃ (মেজর) ভার্বি চট্টোপাধ্যায়, নব প্রান্তিক শিশু ও বয়স্ক সেবা আশ্রম, আগরতলা এর সভাপতি চন্দন রঞ্জন নাহা প্রমুখl
বাংলা কবিতা ডটকম-এর ব্যানারে আগরতলা কবি সম্মিলন অনুষ্ঠানে বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি কবীর হুমায়ূন, রুনা লায়লা, লতিফুর রহমান, সালমান পারভেজ সবুজ, বুলবুল হোসেন, অবিরুদ্ধ মাহমুদ, মিনু গরেট্টি কোরাইড়া, আকুল শেখ, আফরিনা নাজনীন মিলি, শেখ খবির উদ্দিন, জে আর এ্যগ্নেস প্রমুখ। ভারতের বিভিন্ন রাজ্য পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম সহ বিভিন্ন স্থান থেকে উপস্থিত ছিলেন কবি বিভূতি দাস, যাদব চৌধুরী, স্বপন বিশ্বাস, সৌমেন বন্দ্যোপাধ্যায়, মুকুল সরকার, আর্যতীর্থ, সুদীপ মুখার্জী, চিত্তরঞ্জন সরকার, আভা সরকার মন্ডল, রূপক মুখার্জী, মৌমিতা জানা, উদয় চক্রবর্তী, অনুরাধা চক্রবর্তী, অভিজিৎ দাস, সমীর প্রামাণিক, অসিত কুমার রায়, সুখেন্দু মাইতি, রিঙ্কু রায়, সঞ্জয় কর্মকার, সোমদেব চট্টোপাধ্যায়, জন্টু দাস, সৈকত পাল, সঞ্জয় মাইতি, বিদ্যুৎ বরণ বারিক, বিশ্বজিৎ শাসমল, প্রণবলাল মজুমদার, শ্যামল কুন্ডু, মহঃ সানারুল মোমিন, আনসারুল ইসলাম প্রমুখ।
প্রায় শতাধিক কবি ও সাহিত্যিক এর উপস্থিতিতে মঞ্চ পরিচালনায় ছিলেন পরিতোষ ভৌমিক, সৌমেন বন্দোপাধ্যায় ও বিভূতি দাস। সাহিত্য আলোচনা, স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠানকে সারাক্ষণ মুখর করে রেখেছিলl অনুষ্ঠানে একাধিক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়l
