#রায়গঞ্জ: উত্তর দিনাজপুরের জেলা সভাপতি হলেন পম্পা পাল।দলের নির্দেশেই সভাধিপতি হলেন করনদিঘীর বিধায়ক গৌতম পালের স্ত্রী পম্পা পাল।অন্যদিকে সহকারি সভাধিপতি হলেন গোলাম রসুল। বিনা প্রতিদ্বন্দীতায় তারা জয়ী হয়েছেন। ২৬ আসন বিশিষ্ট উত্তর দিনাজপুর জেলা পরিষদের তৃণমূল কংগ্রেস ২৩ টি আসনে জয়ী হয়েছিলো।
কংগ্রেস পেয়েছিলে ৩ টি আসন। এদিন বিরোধীরা সভায় উপস্থিত হলেও বোর্ড গঠনে প্রার্থী দেননি। ফলে বিনা প্রতিদ্বন্দীতায় পম্পা পাল জয়ী হন। এই বিষয় জয় নিয়ে নব নির্বাচিত সভাধিপতি পম্পা পাল বলেন, জেলাপরিষদের ২৬ জন সদস্যকে নিয়ে আগামী দিনে উন্নয়নের কাজ করবেন। এছাড়া কলকাতায় উত্তর দিনাজপুর জেলাপরিষদের ভবন দ্রুত গঠন করা হবে বলে তিনি জানান।

Author: News Britant
Post Views: 294