বিদ্যুৎ পরিষেবা না থাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ

#মালবাজার: এলাকায় বিদ্যুৎ নেই প্রতিবাদে রাতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে রবিবার রাত ৮ নাগাদ  মালবাজার ও চালসার মাঝে সাতকাইয়া এলাকায়। এই ঘটনায় রাস্তার দু’ধারে প্রচুর গাড়ি দাঁড়িয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের সুত্রে জানাগেছে, চালসা, আপার চালসা, সাতকাইয়া এলাকায় গত কয়েক দিন ধরে লোডশেডিং মাঝেমধ্যে চলছে।
কখনও ঘন্টা খানেকের বেশি সময় ধরে লোডশেডিং থাকছে বলে অভিযোগ। রবিবার সন্ধ্যা থেকে বিদ্যুৎ হীন হয়ে পড়ে সাতকাইয়া এলাকা। অন্ধকারে ডুবে যায় শ্রমিক মহল্লার অলিগলি। বর্ষার রাতে সাপ সহ অন্যান্য পোকামাকড়ের উপদ্রব থাকে। এতেই ক্ষুব্ধ হয়ে সাতকাইয়া এলাকার শত খানেক মানুষ জাতীয় সরক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। স্থানীয় বাসিন্দারা জানায়, বিদ্যুতের বিল বাকি থাকলে সাথে সাথে লাইন কেটে দেয়।
অথচ গত কয়েক দিন ধরে মাঝেমধ্যে লোডশেডিং হচ্ছে। আজ সন্ধ্যা থেকে কারেন্ট নেই। ব্যবস্থা গ্রহণের দাবিতে আমরা রাস্তায় নেমেছি। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় মেটেলি থানার পুলিশ। অবরোধকারীদের সাথে কথা বলে। ঘন্টা খানেক অবরোধ চলার পর অবরোধকারীরা অবরোধ তুলে নেয়। জাতীয় সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা