#মালবাজার: ডু য়ার্সের মাল ব্লকের অবশিষ্ট তিন গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে বিরোধী বিজেপির সদস্যদের সভা কক্ষে ঢুকতে দেওয়া হলো না বলে অভিযোগ। মাল ব্লকে মোট গ্রাম পঞ্চায়েত ৬। এরমধ্যে ডামডিম, তেশিমলা ও কুমলাই গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া গত ১১ আগস্ট শেষ হয়। এরমধ্যে তেশিমলা ও কুমলাই গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করে তৃণমূল। ডামডিমে ২০ জন সদস্য অনুপোস্থিত থাকায় বোর্ড গঠন স্থগিত হয়ে যায়।


সোমবার রাঙামাটি, ওদলাবাড়ি ও বাগরাকোটে বোর্ড গঠন প্রক্রিয়া চলে। বাগরাকোটে শান্তিপূর্ণ ভাবে বোর্ড গঠন হয়। প্রধান ও উপপ্রধান হন তৃণমূলের পুনম লোহার ও রাজু ছেত্রী। কিন্তু, রাঙ্গামাটি ও ওদলাবাড়িতে বিরোধী বিজেপি সদস্যদের সভাকক্ষে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। বিজেপির মাল ৩ নম্বর মণ্ডলের সভাপতি মহেশ বাগে বলেন, সময় ছিল ১১টায়, আমাদের সদস্যরা ১০.৩০ মিনিটের মধ্যে উপস্থিত হলেও ৫ জন ভিতরে গেলেও ৭ জনকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। এতেই বোঝা তৃণমূল আমাদের ভয় পেয়েছে।


ওদের এতে ভয় কিসের? আগামী দিনে আমরা সবরকম অগনতান্ত্রিক কাজের বিরুদ্ধে সরব হব। ৩০ আসন বিশিষ্ট রাঙামাটি গ্রাম পঞ্চায়েতে ২২ জন সদস্যের উপস্থিতিতে রাঙ্গামাটিতে প্রধান হন অশোক চিকবরাইক ও উপপ্রদান হন অঞ্জলি রাউতিয়া মাহালী। ওদলাবাড়িতেও বিরোধীদের কয়েকজন সদস্যকে মারধোর করে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। বিজেপির যুব মোর্চার জেলার সাধারণ সম্পাদক সত্যব্রত সিং বলেন, এটা কি ধরনের বোর্ড গঠন?


আমাদের ১২ জন সদস্যের মধ্যে ৪ জনকে মারধোর করা হয়েছে। ভিতরে ঢুকতে দেওয়া হয়নি।পুলিশ দাড়িয়ে দেখেছে। আমরা পুলিশে লিখিত অভিযোগ করব। এনিয়ে তৃণমূল কংগ্রেসের ওদলাবাড়ি অঞ্চল সভাপতি সুকান্ত চৌধুরী বলেন, সব ভিত্তিহীন ফালতু কথা। কোন মারধোর করা হয়নি। ৮ জন সদস্য ভিতরে গেল ৪ জন কেন অনুপোস্থিত থাকল তা তারা বলতে পারবে। এদিন ২৫ জন সদস্যদের উপস্থিতিতে প্রধান হন মৌমিতা ঘোষ ও উপ প্রধান হন মহ: তসমুল হক।


প্রসঙ্গত উল্লেখ্য, রাঙ্গামটি ও ওদলাবাড়িতে কোন দলেরই সংখ্যা গরিষ্ঠতা ছিল না। ৩০ আসন বিশিষ্ট রাঙামাটি গ্রাম পঞ্চায়েতে তৃনমুল ১৪,বিজেপি ১৩, নির্দল ২ ও সিপিএম ১। পরে দুই নির্দল, ১ বিজেপি তৃণমূলে যোগ দেয় ও সিপিএম সদস্য তৃণমূলকে সমর্থনের কথা ঘোষণা করে। ৩০ আসন বিশিষ্ট ওদলাবাড়িতে তৃণমূল ১৫, বিজেপি ১২, নির্দল ২ ও কংগ্রেস ১ আসন পায়। পরে ১ জন নির্দল তৃণমূল কংগ্রেসে যোগ দেয়।




Author: News Britant
Post Views: 120