কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিন পালিত রায়গঞ্জে

#রায়গঞ্জ: রবীন্দ্র জন্মজয়ন্তী যেমন পঁচিশে বৈশাখ পালন করা হয়, তেমনই কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিনও ইংরেজি ১৫ আগস্ট নয় বাংলা ৩০শে শ্রাবণ পালন করা উচিত। সেইমতই পশ্চিম বঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ ও ভারতীয় গণনাট্য সংঘের যৌথ উদ্যোগে কবি সুকান্তের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হল বুধবার ৩০ শে শ্রাবণ।

বুধবার রায়গঞ্জ শহরের দেবীনগরে অবস্থিত কবি সুকান্তের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন প্রতিষ্ঠাতা সদস্য সুশান্ত মণ্ডল। অন্যান্য সদস্যরা প্রিয় রঞ্জন পাল, সুজিত গোস্বামী, ভানু কিশোর সরকার, কৃষ্ণা সেনগুপ্ত, অর্পিতা সরকার, রমেশ রায়, অনিতা দাস প্রতিকৃতিতে মাল্যদান করেন।

সংক্ষিপ্ত সভায় প্রিয় রঞ্জন পাল বলেন, বাংলার ক্যালেন্ডার অনুয়ায়ী এবছর সংক্ষিপ্ত অনুষ্ঠান হলেও আগামী বর্ষ থেকে আরও অনেক মানুষকে সঙ্গে নিয়েই অনুষ্ঠান হবে। সমাজ বদলের ভাবনায় কবি সুকান্ত ভট্টাচার্যর কবিতা গান দেশজুড়ে সমাদৃত তা ব্যাখা করে বক্তব্য রাখেন ভানু কিশোর সরকার।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা