#মালবাজার: আবারও ট্রেন চালকদ্বয়ের উপস্থিত বুদ্ধি ও তৎপরতায় রক্ষা এক বুনো হাতির প্রাণ। চালকদের এহেন কাজের প্রশংসা করে অভিনন্দন জানিয়েছেন ডুয়ার্সের একাধিক পরিবেশ প্রেমী।
রেল সুত্রে জানাগেছে, বুধবার সকাল ৬.৩০ মি নাগাদ শিলিগুড়ি – ধুবরি ৭৫৭৪১ নম্বর আপ ডেমো প্যাসেঞ্জার ট্রেন চালিয়ে লোকো পাইলট জিতেন্দ্র কুমার ও ডি, কুমার ধুবরি অভিমুখে যাচ্ছিল।


চালসা পেরিয়ে চাপরামারি বনাঞ্চলের পথে ৭০/৯ পিলারের কাছে তারা দেখতে পান একটি বুনো হাতি রেললাইন পারাপার করছে। ঘটনাটি তাদের নজরে আসতেই তারা ট্রেনের গতি নিয়ন্ত্রণ করেন থামিয়ে দেন। প্রায় ৪-৫ মিনিট ট্রেন থেমে থাকার পর হাতিটি রেললাইন পেরিয়ে বনের ভিতরে চলে যায়। চালকদের এই তৎপরতা বুদ্ধিমত্তার জন্য তাদের অভিনন্দন জানিয়েছেন চালসার পরিবেশ প্রেমী মানবেন্দ্র দে সরকার।


তিনি বলেন, এরকম কাজ অভিনন্দন যোগ। এরকম সতর্কতা থাকলে বন্য প্রাণী রক্ষা পাবে। আমি ওনাদের কর্মজীবনের সাফল্য কামনা করি। প্রসঙ্গত উল্লেখ্য, গত ৯ আগস্ট রাত ২.৩০ মি নাগাদ এই চাপরামারি বনাঞ্চলের পথে ট্রেনের ধাক্কায় এক গর্ভবতী হস্থিনীর মৃত্যু হয় ছিল। তার পর দুবার চালকদের তৎপরতায় পর পর হাতির প্রান রক্ষা পেয়েছে।








Author: News Britant
Post Views: 149