রাজ্য স্তরের অ্যাথলিট মিটে তিনটি সোনা সহ সফল জেলার প্রতিযোগীরা

#রায়গঞ্জ: গত ১৩ আগস্ট, ২০২৩ থেকে ১৬ আগস্ট ২০২৩ পর্যন্ত, কোলকাতায়, সল্টলেক স্টেডিয়াম ও সাই ক্যাম্পাসে রাজ্য অ্যাথলিট মিট প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় উত্তর দিনাজপুর জেলা অ্যাথলিট দলের ১৯ জন প্রতিযোগী সাফল্যের সঙ্গে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় তিনটি সোনা, দুটি রুপো এবং একটি ব্রোঞ্জ সহ মোট ছয়টি পদক পায় জেলা দল।

বিশ্বরূপ মন্ডল, দেব বিশ্বাস কাইয়ুম আক্তার সোনা জেতে এই প্রতিযোগিতায়। সফল প্রতিযোগীরা বৃহস্পতিবার সকালে কলকাতা থেকে রায়গঞ্জে পৌঁছালে স্টেশনে তাদের সংবর্ধনা দেওয়া হয় জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে। জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সুদীপ বিশ্বাস আমাদের জানান, সকল অ্যাথলিট, তাদের অভিভাবকগণ ও প্রশিক্ষকগণসহ সকলের সহযোগিতায় এই সাফল্য এসেছে। সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে, উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা