রায়গঞ্জ মেডিকেল কলেজে ধর্নায় সাফাই কর্মীরা

#রায়গঞ্জ: দীর্ঘ আট মাস ধরে বেতন বন্ধের পাশাপাশি হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে একাধিক সমস্যার অভিযোগ তুলে রায়গঞ্জ মেডিকেলে বহিঃ বিভাগের সামনে ধর্নায় বসলো সাফাই কর্মীরা। সাফাই কর্মীদের অভিযোগ,রায়গঞ্জ মেডিকেলে যে সাফাই কর্মীদের নিয়োগ হয়েছিল, তাদের মধ্যে ১৬ জনের গত আট মাস ধরে বেতন বন্ধ।

পাশাপাশি ওই নিয়োগ যে ঠিকাদার সংস্থার অধীনে হয়েছিল, তাদেরই বিরুদ্ধে ছাঁটাইয়ের অভিযোগ করেছে সাফাই কর্মীদের জেলা সংগঠনের সদস্য বিজু জামাদার। বিজু জামাদার বলেন,১৬ জনের বেতন বন্ধ আট মাস ধরে। যে ঠিকাদার সংস্থাটি ওই সাফাই কর্মীদের নিয়োগ করেছিল, তারাই পোশাকও প্রদান করেছিল। তাহলে কিভাবে ওই সংস্থা এখন ওই ১৬ জনকে বাতিল করে।

পাশাপাশি সাফাই কাজে নিয়োগের জন্য মোটা টাকার ঘুষও চাওয়া হয় বলে অভিযোগ। এছাড়াও রায়গঞ্জ মেডিকেলে সাফাইয়ের ক্ষেত্রে চরম অব্যবস্থার অভিযোগ তুলে বিজু জামাদার বলেন, হাসপাতাল পরিষ্কার রাখতে যে কেমিকেলের প্রয়োজন তা সরবরাহ সঠিক মত করা হচ্ছেনা। এমনকি সুপারভাইজার যিনি আছেন তিনি সঠিক সময়ে আসছেন না বলে রায়গঞ্জ মেডিকেল পরিষ্কার রাখতে অসুবিধে হচ্ছে বলে অভিযোগের আঙুল তোলেন হরিজন সংগঠনের জেলা কমিটির সদস্য বিজু জামাদার।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা