#রায়গঞ্জ: একসপ্তাহ আগের বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের এ টু ব্লকের নীচে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় প্রথম বর্ষের বাংলা বিভাগের এক ছাত্রকে। তারপর বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় পড়ুয়ার পরিবার সহ অন্যান্যরা র্যাগিং এর অভিযোগ তোলেন, সেই অনুযায়ী তদন্ত শুরু করেছে লালবাজার।
এই রহস্যজনক মৃত্যু ও তার প্রতিবাদ চলাকালীন তৃণমূল ছাত্র পরিষদ রাজ্য সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্যের ওপর নির্যাতনের প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলার সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের গেটে শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ পালন করল জেলা তৃণমূল ছাত্র পরিষদ। সেই কর্মসূচিরই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার দুপুর দুটোয় রায়গঞ্জ ইউনিভার্সিটির মূল ফটকের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ।
এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত তৃণমূল ছাত্র পরিষদের জেলা সহ সভাপতি শুভাশীষ ঝা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিংকাণ্ডে অভিযুক্ত সকল দোষীদের কঠোরতম শাস্তি দাবি করেন।সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলিতে সিসিটিভি সহ উপযুক্ত নিরাপত্তা পরিকাঠামো গড়ে তোলার দাবিও জানান।
