



#ইসলামপুর: খাদ্য আন্দোলনের শহীদ দিবসকে সামনে রেখে মহামারীর মুহূর্তে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সাধারণ মানুষের মধ্যে চাল, ডাল, চিনি, তেল সাবান সহ বিভিন্ন দ্রব্য বন্টন করল। মঙ্গলবার এ প্রসঙ্গে সংগঠনের উত্তর লোকাল কমিটির যুবনেতা সুজন দাস বলেন, সাধারণ মানুষকে খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য এই তিনটি বিষয় তুলে দিতে ব্যর্থ রাষ্ট্র এবং রাজ্য। ডিজিটাল রেশন কার্ডের নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। তারা বঞ্চিত হচ্ছে রেশন ব্যবস্থা থেকে।
৩১ শে আগস্ট খাদ্য আন্দোলনের শহীদ দিবসকে সামনে রেখে তারা এই কর্মসূচি নিয়েছেন। তবে ঐদিন লকডাউন থাকার পাশাপাশি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত হওয়ায় তারা পয়লা সেপ্টেম্বর এই কর্মসূচিতে সামিল হন। আগামী তিন সেপ্টেম্বর গোটা রাজ্যের রেশন দোকান গুলিকে প্রত্যক্ষ করতে তাদের কর্মসূচি রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
