



#ইসলামপুর: আন্তর্জাতিক যুদ্ধবিরোধী ও সাম্রাজ্যবাদ বিরোধী শান্তি মিছিল ভারতের রাষ্ট্রপতির প্রয়ানের কারণে স্থগিত রইলো। পয়লা সেপ্টেম্বর এই কর্মসূচি স্থগিত ঘোষণা করে আগামীতে যুদ্ধের বিরুদ্ধে শান্তির স্বপক্ষে কর্মসূচি নেওয়া হবে বলে ঘোষণা করলেন জেলার সিপিএম নেতৃত্ব স্বপন গুহ নিয়োগী।
মঙ্গলবার ইসলামপুর বাস টার্মিনাসে বামফ্রন্ট তাদের একটি প্রতীকী কর্মসূচিতে রাষ্ট্রপতির প্রয়ানের কারণে তাকে শ্রদ্ধা নিবেদন করে মিছিলের কর্মসূচি স্থগিত রাখার বিষয়টি ঘোষণা করেন। স্বপন বাবু বলেন, কেন্দ্রীয় সরকার যুদ্ধের নামে মানুষকে বিভ্রান্ত করছেন। তাই আগামীতে যুদ্ধের বিরুদ্ধে এবং শান্তির স্বপক্ষে তাদের কর্মসূচি রয়েছে বলেও তিনি জানিয়েছেন।
