News Britant

রহস্যজনকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক মহিলার, চাঞ্চল্য এলাকায়

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

 

ইসলামপুরঃ বিদ্যুতে স্পৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যু। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানর ধিয়াগড় এলাকায়। পুলিস সূত্রে জানা গেছে মৃতার নাম খইরুন নেশা ( ৪০)। ওই এলাকারই বাসিন্দা। স্থানীয়রা জানিয়েছে, স্থানীয় বাসিন্দা অপু পাইক নিজের সব্জির জমিতে যাতে গবাদিপশু না ঢুকতে পারে সেজন্য জমির চারপাশে বিদ্যুতের তার দিয়ে ঘিরে দিয়েছিল।

 

সেই জমির পাশ দিয়ে এক মহিলা হেঁটে যাওয়ার সময় তারের স্পর্শে মারা যায়। এই ঘটনায় মুহুর্তের মধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে। স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য আসমত আরা বেগমের স্বামী তথা প্রতিধিনি এক্রামুল হক বলেন, হুকিং করে জমির চার পাশে বিদ্যুতের তার দিয়ে ঘেরাও করা হয়েছিল। এই কাজ সম্পূর্ন বেআইনি। এতে এক নিরিহ মহিলার মৃত্যু হয়েছে।

 

 

News Britant
Author: News Britant

Leave a Comment