



#মালবাজার: এক দিকে করোনা ভাইরাস দিন দিন ছরিয়ে পরছে এলাকায়। প্রতিদিন হুহু করে এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে সাধারন মানুষ, তারওপর চিতাবাঘের উপদ্রব বেরেছে লোকালয়ে। এরকম ছবি দেখা গেলো মালবাজার মহকুমার রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ধলাবাড়ি এলাকায়। এদিন দিনের বেলায় ধলাবাড়ি এলাকার একটি বাড়ি থেকে ছাগল তুলে নিয়ে গেলো চিতাবাঘ। দিনে দুপুরে সকলের চোখের সামনে থেকে ছাগল তুলে নিয়ে চাবাগানে আশ্রয় নিলো একটি চিতাবাঘ।
তা দেখে গ্রামের মানুষেরা লাঠিসোঁটা নিয়ে চিতাবাঘ এর পেছনে তারা করতেই চিতাবাঘ চাবাগানেরর মধ্যেই ছাগল ফেলে ঝোপের মধ্যে গা ঢাকা দেয়। তবে ছাগলের ততক্ষনে মৃত্যু হয়েছে। গ্রামের মানুষ বহু খোজাখুজি করেও চিতাবাঘ এর সন্ধান পায় নি। গ্রামের মানুষের অভিযোগ মাঝে মধ্যেই গ্রামের মধ্যে প্রজেক্ট চাবাগান থেকে চিতাবাঘ চলে আসছে লোকালয়ে। তুলে নিয়ে যাচ্ছে, হাস, ছাগল, বাছুর। যেকোন সময় মানুষের ওপরও হামলা করতে পারে। এক দিকে করোনা আতঙ্ক এবং অন্য দিকে চিতাবাঘ এর উপদ্রব বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন ধলাবাড়ি এলাকার মানুষেরা।যদিও বনবিভাগ খাঁচা পাতার কথা জানিয়েছে।
