



#কলকাতাঃ কোম্পানী খুলে ঘোড়া কেনায় নেমেছে তৃণমূল। বুধবার কলকাতায় এই ভাষাতেই তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন রাহুল সিনহা। তিনি বলেন আগে তৃণমূল নিজে ঘোড়া কিনতো। আর এখন ঘোড়া কেনায় পিকের টিমকে কাজে লাগাচ্ছে রাজ্যের শাসক দল। প্রসঙ্গত, ২০২১ এর নির্বাচনে স্বচ্ছ মুখের প্রার্থী চাইছে রাজ্যের শাসক দল। তারজন্য প্রাক্তন তথ্যপ্রযুক্তি মন্ত্রী দেবেশ দাস সহ একাধিক বাম নেতাকে দলে টানার জন্য সক্রিয় হয়েছে তৃণমূল।
দেবেশ দাস নিজে কয়েকদিন আগেই জানিয়েছেন পিকের টিমের সদস্যরা তার কাছে তৃণমূলে যোগদান করার প্রস্তাব নিয়ে এসেছেন। সেই প্রসঙ্গে আজ রাহুল সিনহা বলেন তৃণমূল কাকে দলে যোগদান করাবেন তা তাদের বিষয়। তবে পিকে এন্ড কোম্পানীকে দিয়ে ঘোড়া কেনার এমন উদাহরন রাজ্যে প্রথম। তবে তৃণমূল বাজার থেকে বাতিল ঘোড়া কিনতেই পারেন। বিজেপির তানিয়ে মাথা ঘামাবে না। তাই বলে পিকের কোম্পনী দিয়ে রাজ্যে তৃণমূলের রাজত্ব রক্ষা করা আর সম্ভব নয় বলে জানিয়েছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।
