



#রায়গঞ্জঃ পুলিশি হেফাজতে এক যুবকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জে। মৃত ওই যুবকের নাম অনুপ রায়(২৩)। বাড়ি ইটাহারের নন্দনগ্রামে। বাড়ির লোকের অভিযোগ বিজেপি করার অপরাধে পুলিশ তুলে নিয়ে যায় অনুপকে এরপর পুলিশের মারেই মৃত্যু হয়েছে ওই যুবকের। পুলিশের পক্ষ থেকে যদিও জানানো হয়েছে, ডাকাত দলের সদস্যের মধ্যে ওই যুবকের নাম থাকায় থানায় তুলে আনা হয় এরপর ওই যুবক অসুস্থ বোধ করে। হাসপাতালে নিয়ে গেলে ওই যুবককে মৃত বলে ঘোষণা করা হয়।
মৃত ওই যুবকের মা গীতা রায় অভিযোগ করেন, সুস্থ অবস্থাতেই তুলে নিয়ে থানায় পিটিয়ে মারা হয়েছে তার ছেলেকে। পড়াশুনো খেলাধুলোতেও দারুন ছিলো অনুপ। ফুটবল, বাস্কেটবল খেলায় একাধিক মেডেল ও ট্রফি রয়েছে তার ঘরে।পড়া শেষ করে এখন চাকরির জন্য চেষ্টা চালাচ্ছিলো অনুপ।এই ঘটনায় তীব্র নিন্দা করে বিজেপির জলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর অভিযোগ, ওই যুবক বিজেপি করতেন। পুলিশ বাড়ি থেকে তুলে এনে পিটিয়ে মেরেছে। মৃত ওই যুবক কিছুদিন আগেই বিজেপিতে যোগদান করেন বলে দাবি বিজেপির জেলা সভাপতির। তিনি বলেন, এই ঘটনার সঠিক পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন।
