News Britant

ভূয়ো উপভোক্তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় আঁধার লিঙ্ক করার অভিযোগ

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: প্রকৃত উপভোক্তাদের বাদ দিয়ে ভূয়ো উপভোক্তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় আঁধার লিঙ্ক করার অভিযোগ। সম্প্রতি বিভিন্ন ব্লকের ন্যায় চোপড়া ব্লকে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় আঁধার লিঙ্ক করার নির্দেশ হলে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় লিস্টে নাম থাকা উপভোক্তাদের আঁধার কার্ড ও ফর্ম জমা নেন। কিন্তু অনেক উপভোক্তা আঁধার লিঙ্ক করাতে গিয়ে দেখে তাদের আইডিতে অন্য কেউ আঁধার লিঙ্ক করে নিয়েছে। এ বিষয়ে বেশ কয়েকজন উপভোক্তা ব্লক প্রশাসনের কাছে লিখিত ও মৌখিক ভাবে অভিযোগ করেন।

লিস্টে নাম থাকা দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের জনৈক প্রতিবন্ধী উপভোক্তা জামিলা খাতুন অভিযোগের সুরে জানান, তিনি আঁধার কার্ড সহ প্রয়োনীয় প্রমাণ পত্র সহ গ্রাম পঞ্চায়েত অফিসে জমা করলেও শেষ পর্যন্ত পঞ্চায়েত কর্তৃপক্ষ জানায় উক্ত আইডিতে ভূয়ো উপভোক্তা আঁধার লিঙ্ক করে নিয়েছে। চোপড়ার বিডিও এর সঙ্গে আলোচনা শেষে উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি হাকিমুল ইসলাম জানান, এলাকায় ভূয়ো উপভোক্তা দের বাদ দিয়ে প্রকৃত উপভোক্তা দের আঁধার লিঙ্ক করার জন্য অনুরোধ করা হয়েছে।

 

News Britant
Author: News Britant

Leave a Comment