News Britant

কবে থেকে কতক্ষণ চলবে কলকাতা মেট্রো, জেনে নিন বিস্তারিত

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#কলকাতাঃ আজ সকাল সাড়ে এগারোটায় নবান্নে রাজ্য সরকারের সঙ্গে মেট্রো কর্তৃপক্ষ বৈঠকে বসে। এই বৈঠকে রাজ্যের মুখ্যসচিব ছাড়াও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশের কমিশনার এবং কলকাতা পুরসভার কমিশনার। প্রায় ঘন্টা দুয়েক বৈঠক চলে। নবান্ন সূত্রে খবর, এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়  সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত পরিষেবা চালু রাখবে, মেট্রো কর্তৃপক্ষ।

নবান্ন সূত্রের খবর, আগামী ১৫ কিংবা ১৬ তারিখ থেকে কলকাতায় শুরু হবে মেট্রো পরিষেবা। দূরত্ব বিধি বজায় রাখতে রাজ্য পুলিশের কাছে সাহায্য চেয়েছে মেট্রো কর্তৃপক্ষ। অফিস টাইমে ভিড় সামাল দেওয়ার ক্ষেত্রে ঠিক কী পদক্ষেপ করা হবে তা নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

 

News Britant
Author: News Britant

Leave a Comment