News Britant

ভোট নিয়ে রীতিমতো হইচই, বাইক মিছিলে জমজমাট প্রচার

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: ভোট নিয়ে রীতিমতো হইচই। বাইক মিছিলে জমজমাট প্রচার গোবিন্দপুরে ।চোপড়া বিধানসভার গোবিন্দপুর অঞ্চলে চোপড়ার তৃণমূল প্রার্থী হামিদুল রহমানের সমর্থনে পাঁচশ বাইক সহযোগে রোড শো করলেন এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা।

এদিন তার সমর্থনের রোড শোতে অংশগ্রহণ করেন চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মোঃ আজহারউদ্দিন, গোবিন্দপুর অঞ্চলের প্রধান রাইস উদ্দিন, তৃণমূলের উত্তর দিনাজপুর মাইনোরিটি সেলের সহকারি সভাপতি ইসলাম উদ্দিন, জেলা পরিষদ সদস্য আরজুনা বেগম এবং তার স্বামী তৃণমূল নেতা জাবেদ আলম সহ এক ঝাঁক তরুণ তুর্কি তৃণমূল নেতা।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উন্নয়নের জোয়ারে ভাসছে চোপড়া বিধানসভা এলাকায়। আর চোপড়ার এই উন্নয়নের কান্ডারি হলেন চোপড়ার বিদায়ী বিধায়ক হামিদুল রহমান। তাই এই বিধানসভা নির্বাচনে তাঁর সমকক্ষ প্রতিদ্বন্দ্বী কেউ নেই। উত্তরদিনাজপুর মাইনোরিটি সেল এর সহকারি সভাপতি ইসলাম উদ্দিন বলেন আশি থেকে এক লাখ ভোটের ব্যবধানে প্রার্থীকে জিতাবেন তারা। হামিদুল রহমানকে বিজয়ী করে মন্ত্রী হিসেবে দেখতে চান তারা।

News Britant
Author: News Britant

Leave a Comment