



#ইসলামপুর: ব্যবসায়ীদের স্বার্থে ইসলামপুর মহাকুমা শ্রম দপ্তরের অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারকে বৃহস্পতিবার স্মারকলিপি দিল ফেডারেশন অব ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশন। নতুন যোগদান করায় ওই দপ্তরের আধিকারিককে ডি.কে.বিশ্বাসকে সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। এরপর তার কাছে তুলে দেওয়া হয় একটি স্মারকপত্র।
সংস্থার সম্পাদক সুভাষ চক্রবর্তী ও সভাপতি কানাইলাল আগারওয়াল জানান, ছোট-বড় অনেক ব্যবসায়ী চরমভাবে ক্ষতিগ্রস্ত লক ডাউনের জন্য। সামনে পুজো তাই পুজোর মুখে ব্যবসায়ীরা সেই ক্ষতির দিক থেকে কিছুটা লাভবান হতে রবিবার করেও ব্যবসা খোলা রাখতে চান। সেই দাবি এদিন শ্রম দপ্তরের আধিকারিককে জানানো হয়েছে।
