



#নিউজ বৃত্তান্তঃ পেট্রোল-ডিজেলের দাম যেভাবে দিনের পর দিন মাথা চাঁড়া দিচ্ছে তাতে ব্যতিক্রমী পন্থা হিসেবে মানুষ বৈদ্যুতিক গাড়ির দিকেই ঝুঁকছে। আর তাই সাধারণ মানুষের কথা মাথায় রেখে হাদ্রাবাদী অটোমোবাইল স্টার্টআপ সংস্থা নিয়ে এলো ইলেকট্রিক বাইক, নাম Atum 1.0। এই ইলেক্ট্রিক বাইকটির দামও সাধ্যের মধ্যে। মাত্র ৫০ হাজার টাকা। দীর্ঘ তিন বছরের প্রচেষ্টায় ওই সংস্থা বাজারে আনতে চলেছে বাইকটি। এটি এমনই এক বাইক যা ১ ইউনিট বিদ্যুৎ খরচে যাবে ১০০ কিলোমিটার।
কী রয়েছে এই বাইকে! সংস্থার তরফে দাবি করা হয়েছে, লিথিয়াম ব্যাটারি ব্যাবহার করা হয়েছে এই বাইকে। একবার ব্যাটারি ফুল চার্জ করতে সময় লাগে ৪ ঘন্টা। ফুল চার্জ হলেই পাড়ি দেওয়া যাবে ১০০ কিলোমিটারের মত। এই বাইকটি ঘন্টায় চলবে ২৫ কিলোমিটার। বিদ্যুতের খরচও কম। ফুল চার্জ হতে ১ ইউনিট বিদ্যুৎ খরচ হয়। সংস্থার তরফ থেকে আরও দাবি করা হয়েছে ক্লাসিক লুক, এলইডি লাইট, ইন্ডিকেটরের মতো প্রয়োজনীয় প্রায় সব কিছুই রয়েছে এই ইলেক্ট্রিক বাইকে।
